সহোদরা

চাণক্য বাড়ৈ

আমার যমজ বোন – সে থাকে মালতীনগর – আমি তাকে জ্যোৎস্নািলপি ডাকি। আমাদের আয়না ছিল না কোনোদিন – নিজেকে দেখতে হলে আমাকেই দেখে নিত সে – আমিও তার মুখ দেখে মিটিয়েছি আয়নার দায় –
সে পোষে সাদা রাজহাঁস – আমি কবুতর -অথচ অভিন্ন প্রেমিক নিয়ে ছাড়াছাড়ি হলো – সে থাকে মালতীনগর – আমি এইখানে –
ডাক পাঠাই বাতাসপিয়নের কাছে – উত্তর পাই না বলে কুলবতী নদীর তীরে ঘুরে – নিজের ছায়া দেখি জলে – যেন সে যমজ বোন – যেন সেই জন্ম-মুহূর্তের ছল – আমাকে দেখে আর হাসে…
ও বোন, তুই কি তবে ঢেউবিলাসী জল?