সাতাশ জুলাই

সুরজিৎ দাশগুপ্ত

সূর্যদেব যখন আকাশ জুড়ে
সেই এক জুলাই-দুপুরে
মৃত্যু বের হলো তার নিষ্ঠুর শিকারে –
কখন ঝাঁপাবে কার ঘাড়ে,
কার টুঁটি টিপে ধরে
টুঁ শব্দটি না করে
বিদ্যুৎ ঝলকে
চতুর চিতার মতো পালাবে পলকে।
সেই মৃত্যু খুঁজে খুঁজে এসে
পেল কি না মনুয়াকে শেষে!