সাদাই তো ছিল

মাহমুদ কামাল

 

সাদাই তো ছিল

রঙের প্রলেপ দিয়ে সৌন্দর্য বৃদ্ধির

যে তুলির আঁচড়ে প্রস্ফুটিত হলো

প্রকৃতপক্ষে তা কালিমা লেপন।

এরকম চিত্রগুলো বিচিত্র হয়ে

হেসে ওঠে যেন ক্রূর হাসি…

সাদাই তো ভালো ছিল

ভুল ব্যবহারে রঙেরও অর্থ বদলে যায়

লাল-নীল-সাদা-কালো

বদলে যেতে যেতে

অবশেষে পড়ে থাকে

‘ছেঁড়া টুকরো মেঘ…’