সিলেটে যুদ্ধাপরাধ ও প্রাসঙ্গিক দলিলপত্র

অপূর্ব শর্মা
জনম : ১ মার্চ ১৯৭৯
প্রকাশক : ইত্যাদি

 সুমন সাজ্জাদ বাংলাদেশের সাহিত্যের সীমানা থেকে প্রামেত্মর কথকতাকে বুঝে নেওয়ার চেষ্টা করেছেন বক্ষ্যমাণ গ্রন্থে। এ বইটিতে লেখক সাহিত্যের ইতিহাসের সদর-অন্দরে প্রবেশের চেষ্টা করেছেন, দেখেছেন প্রামিত্মকতার কয়েকটি পরিসর ও প্রকৃতি, জাতিসত্তা ও সাহিত্যের আমত্মঃসম্পর্কের মাত্রা। তিনি লক্ষ করেছেন ক্ষমতা, জাতিগর্ব, উগ্র ভাষাবোধ, বলবান মতাদর্শ ইত্যাদির মতো আরো অনেক প্রতাপ-প্রতিরোধী ব্যক্তি ও বস্ত্ত, ভাব ও ভাবনাপুঞ্জকে দূরে সরিয়ে দেয় অথবা চালিত করতে চায় সর্বশক্তিমান ‘নিজত্বে’র নিয়মে। সুমন সাজ্জাদের বিশেস্নষণে আছে নতুন চিমত্মার উৎস, তাঁর ভাষায় আছে শিল্পের কারম্নকাজ।‘এইচএসবিসি-কালি ও কলম তরম্নণ কবি ও লেখক পুরস্কার’ অর্জন করায় সুমন সাজ্জাদকে আমরা অবারিত অভিনন্দন জানাই।