সোর্জান

খোন্দকার আশরাফ হোসনে

দঘিরি পাড়ে বসে আছ।ি বয়োকুল মন।
হাতে বড়শি নইে যে ফাৎনার দকিে মন রুজু করে
ঘণ্টার পর ঘণ্টা বসে থাকবো
আকাশে পাক খাচ্ছে ভুবনচলি, তার চোখে
আমাকে নর্ঘিাৎ দখোচ্ছে শালকি পাখরি ছানা।
তবে সে আমাকে ছােঁ মারার কথা ভাবছে না
– সম্ভবত লাভক্ষতরি বক্ররখে গ্রাফ
আধকে আঁখরি কোণে দখেে নয়িছেে স,ে এবং
হাল ছড়েে পাল তুলে দয়িছেে অন্য কোনো দকি।ে
আমাকে বন্দিুমাত্র পাত্তা না দয়িে অচঞ্চল ধ্যানে
বসে আছে ঝুলন্ত জগিার ডালে মাছরাঙা
তারও আছে চত্তি স্থরি রাখার শানে নজুল –
বফেজুল আমার মতো জল দখোর বাহানা
নইে তার। দঘিরি পাড় ধরে একজন কাঁকড়া
চলছেনে ধীর পায়।ে একটু থামলনে আমার ছায়া দখেে
তারপর ফরে চলা যনে তার ছয়মাত্রার চালে
দাঁড়ার ছন্দতি গানে তলিমাত্র পতন নইে।