স্ট্রিটকর্নারের পাশ কাটিয়ে

চৈতালী চট্টোপাধ্যায়

 

কথা উড়ছে, কথা পুড়ছে।

কথা লাথি খেতে খেতে ঘুরছে।

যারা অভাবি, প্রাণ সংশয়ে

বাঁচে, রোজ-রোজ বেঁচে যায় ভয়ে,

যারা আঁচলের গিঁট কষছে।

বেঁধে লজ্জা, মাথা ঘুরছে,

যারা চাঁদ-তারাভরা আকাশের

ওই বিশালতা দেখে ফ্যাকাশে

মুখ ফিরিয়ে, হয় সাধারণ –

যেন কোলকুঁদো আর-পাঁচজন …

তবু কথা জ্বলে কথা জ্বেলে দেয়!

জিভ কেটে দিলে, জিভ জুড়ে নেয়