স্বপ্নমৃত্যু

মাহমুদ পারভেজ

 

দু-চারটে স্বপ্ন মরে গেলে কি হয়!!!

প্রতিদিনই মরে ভূত হয়ে যাচ্ছে

কত-শত স্বপ্নবাজ মানুষ,

হাজার হাজার মানুষের গল্প,

অগণন স্বপ্ন কারিগর

সেখানে গুটিকয়েক নগণ্য

স্বপ্নের মৃত্যুতে এতো শোক কেন?

এতো হাহাকার কেন?

যেখানে নিত্য এদিকে-সেদিকে

হঠাৎ করেই হাওয়া হয়ে যাচ্ছে,

সমুদ্রজলে তলিয়ে যাচ্ছে,

অট্টালিকার নিচে দেবে যাচ্ছে,

ছুরির বুকে গেঁথে যাচ্ছে

শত-শত স্বপ্নের ফেরিওয়ালা

সেখানে কটা স্বপ্ন হাওয়া হয়ে গেলে,

জলের তলে ডুবে মরলে

কি এমন এসে-যায়!!