স্বপ্নের চেয়ে বড়

সুজন হাজারী

মঞ্চের ডায়াসে উড়ছে রঙিন বেলুন
মাইক্রোফোনের মুখোমুখি টগবগে তরুণের
কণ্ঠে স্পর্ধিত উচ্চারণ;
স্বপ্নের চেয়ে বড় হতে চায়

স্বতঃস্ফূর্ত উল্লাসে টইটম্বুর স্ফীত বুক
মুখে উদিত লাল সূর্যের উজ্জ্বল আভা উৎকীর্ণ
বায়োনিক চোখে আগুন উসকায় দুধমাতা

মঞ্চে কবি বেমানান স্বপ্নভুক
স্বপ্নেরা শৈশবের সুতোকাটা ঘুড়ি
আউশ ধানক্ষেতে রোদদুপুরে প্রজাপতির
পিছে পাল্লা দৌড়ে নাভিশ্বাস

রামধনু-আঁকা আকাশে মেঘবেলা পেরিয়ে
স্বপ্নবাজ তরুণ হবে নমস্য মানবিক
কবির সমান বড় মানবিক কেউ নয়।