স্বাধীনতা স্বাধীন স্বাধীনতায়

রবিউল হুসাইন

 

আমাদের সুখগুলো বিষণ্ণ হলে

দুঃখগুলো হেসে ওঠে

আনন্দরা অশ্রুসজল হলে

বেদনারা পুলকিত বোধ করে

 

বিখ্যাত ব্যক্তিগণ আরো খ্যাতি পান

যাবতীয় খ্যাতি লোপ করে

কুখ্যাতরা যাবতীয় কুকর্ম করে

আরো কুখ্যাত হন এবং এভাবে

অতিখ্যাতি লাভ করেন

 

সম্মানীয়রা আরো সম্মানিত হন

নিজেদের সম্মান হারিয়ে

অসম্মানীয়রা আরো অসম্মানিত হন

সমাজে সম্মান অর্জন করে

 

কিছু বিশিষ্ট ব্যক্তি অন্যদের

অপমানিত করে থাকেন হীনমন্যতায়

নিজেদের তথাকথিত ব্যক্তিত্ব বাড়াতে

আর বেচারা অন্যজনেরা তাদের দ্বারা

ব্যক্তিত্ব হারিয়ে নিজেদের

শুধু শুধু বিশিষ্ট ভাবেন

 

নিঃস্বতা নিঃশূন্য খুব সবকিছু পেয়ে

পূর্ণতা পরিপূর্ণতা পায় সর্বস্ব হারিয়ে

বিজয়ী জয়ী হয় অপরাজয়ে

পরাজয়ী হেরে যায় বিজয়ী হয়ে

 

পরাধীনতা পরাধীন পরাধীনতায়

স্বাধীনতা স্বাধীন স্বাধীনতায়