স্মৃতি

আদিত্য নজরুল

 

একদিন বৃষ্টি হয়েছিল …

 

শহরের সবকটি গলি

জল পেটে ধরে

তুলেছিল পোয়াতি কোমল ঢেউ …

 

একদিন বৃষ্টি হয়েছিল …

 

তুমুল বৃষ্টিতে ভিজে

তোমার ঠোঁটের ঠিক মাঝ থেকে

বৃন্তচ্যুত পাপড়ির মতো

টুপ করে ঝরে পড়ল

দু-একটা চুমো …

সূক্ষ্ম সূক্ষ্ম চুমোগুলো

কুড়াতে কুড়াতে কেঁপে উঠেছিলাম …

 

একদিন বৃষ্টি হয়েছিল …

বৃষ্টিতে ভিজে ভিজে

তোমার ভেতর

জন্ম নিয়েছিল অথই আদর …

 

আদরপীড়িত লাল চোখে

তুমি খুঁজে বের করেছিলে

জলের সৌরভে ভেজা

একটা মিহিন শীতঋতু … মনে আছে …