হতে পারতাম

সুব্রত বড়ুয়া

হতে পারতাম অন্য মানুষ, অন্য জীবন, অন্য ছায়া,
অন্য ভুবন, অন্য কুসুম,
অন্য কোনো ঘরের ছায়ায়
টলোমলো ছোট্ট শিশু,
অন্য পাখি, অন্য নদী, অন্য মাটি, অন্য জীবন;
হতে পারতাম অন্য গল্প, অন্য পুুুরুষ
অন্যরকম মনের ছায়া, অন্য স্বভাব, অন্য শরীর,
অন্য প্রেমিক, অন্য ভাবুক, অন্য হাওয়া।

হতে পারতাম অন্য কিছু
গাছের পাতা, ফুলের কলি, ঘাসের শিশির,
রঙের বাহার, ঝুমকোলতা,
মধ্যদিনের রোদের ঝিলিক, জলের কণা,
তপ্ত বালু, চোখের তারা, চাঁদের আলো –
ক্লান্ত শালিক, বটের ঝুরি, শান্ত ছায়া;

হতে পারতাম খেলার পুতুল, মাটির হাঁড়ি,
রঙিন শাড়ি, মিছিমিছি ঘরকন্নার
আনাজপাতি, পথের ধুলো।

হতে পারতাম অন্য কিছু
অন্য গ্রহের অন্য আলো,
অন্য কোনো প্রাণের ছায়া, অন্য স্বপ্ন,
অন্য কোনো কল্পলোকের
ভুল কাঠামো।
হতে পারতাম …

Published :