হরিণের রক্তমাংস

বিশ্বজিৎ মন্ডল

অবাধ্য শিকারির শীতঘুম বলে কিছু নেই

ক্লেভিয়াস জোনে দাঁড়িয়ে আজও খোঁজে
সেমিকোলনের পরের লাইন
সারবেঁধে অরণ্যের অলিন্দে ছুটে যায়
ক্যামোফ্লাজ হরিণের দল

রক্তাল্পতায় ভুগে কবেই শুকিয়ে গেছে
রক্তচন্দনের বন
দুমুঠো আয়োজন সাজিয়ে গড়ে ওঠে
শিকারির সকাল

ক্রমশ ভিজে যাচ্ছে পথ, ক্রিমেটোরিয়াম,
উৎসবমুখর সেই কার্নিভাল
ওই তো, হরিণদের সর্বস্ব নিয়ে ছুটে যাচ্ছে
শূন্য দশকের লুটেরা