হারিকেন ১২

সুহিতা সুলতানা

 

আজ এমন দিনে তারে বলা যায় নিষ্পেষিত হাওয়ায়

উলঙ্গ আনন্দ নিয়ে কালো বন্যতায় চৌদিক অাঁধার

করে রাখে সে কী কখনো কারো ছিল? এত হিংস্রতা

ভালো নয় জেনো, দাসত্বের চেয়ে মৃত্যু ঢের শ্রেয়

দাহ আর নির্জনতায় কথার ভিন্নতা দীর্ঘ সময়ের

ভেতরে ক্রমশ অচেনা শহরের উপকণ্ঠে নিয়ে যায়