পলাতক সময়

সাকিরা পারভীন

 

গোপনে গোপনে গোপন

করেছ গোপন

বাদামি পাতার ঝরে পড়া

গান রোপণ

রোদনে রোদনে রুপালি

বিরহ পাড়া

শীতল পুরনো অতীত

বলছে দাঁড়া

চাঁদমামা নামে ছাদের

রেলিং থেকে

মাহিটা পালালো সময়ের

পাখি এঁকে

মায়ের বুকের দুধমায়া

দূর-দূরে

গোপনে চাঁদের কান্না

থামে না মহাজীবনের তীরে।