চেয়ারপুরাণ

সাইদুল ইসলাম

 

চেয়ারের হাতলে বসা ওগো নীল মাছি

কার চোখ থেকে পালিয়ে এলে তুমি

 

বানে আটকে গেছে চাকা; ওড়ার সাধ

সে-ও তো ছিঁড়েছে শিশুর দুরন্ত আঙুল

 

পথে-প্রান্তরে মুগ্ধ দৃশ্যের ভেতর

জুড়ে দিয়েছ কেবল নিজের কথা

বাতাসে ভাসছে আজ বিলাপের সুরে

 

প্রাচীন চেয়ার বারান্দার রোদে

হয়ে গেছে কালচে নড়বড়ে

ওগো নীল মাছি তোমার এ-ভার

আর কি বইতে পারে

Published :


Comments

Leave a Reply