এসরাজ

তুষার কবির

 

ফেলে-দেয়া নোটবুক খুলে

তুমি পেয়ে গেছ যত

ভ্রম স্বরগ্রাম – বিকেলের ধূলিরেখা –

আর চেরাই কাঠের সান্ধ্যগান।

 

মায়াজালে ঘুরপাক খাচ্ছে

দ্যাখো তোমার কোটর –

নেমে যাচ্ছে ঠান্ডা জলস্রোত

করোটির রেখাপথে ভেঙে যাচ্ছে

কৌণিক প্রিজম –

টুকরো টুকরো ক্রিস্টালের কণা।

 

এবার গানের খাতা খোলো;

জমে থাকা ধূলি ঝেড়ে

গোধূলির স্বরলিপি থেকে –

 

বাজছে বাজছে দ্যাখো অই সুরহীন এসরাজ!

Published :


Comments

Leave a Reply