আমি এ-জীবনটাকে উলটেপালটে দেখতে চাই

খালেদ হোসাইন

আমি এ-জীবনটাকে শেষ-অবধি

উলটেপালটে দেখতে চাই।

ভুলগুলো শুধরাতে চাই না,

চাই না এ-জীবন আরো মসৃণ হয়ে উঠুক।

যন্ত্রণায় কাতরাতে চাই না,

তার রসটুকু পান করতে চাই।

চাই না – আনন্দ যা পেয়েছি,

তা সম্প্রসারিত হোক,

গভীর হোক, বর্ণিল হোক।

 

পথ বদলাতে চাই না,

খাত বদলাতে চাই না,

ধাত বদলাতে চাই না।

ফেলে আসা হলুদ দুপুরটার কাছে

ফিরে যেতে চাই না।

 

অপরাধগুলোর জন্য ক্ষমা চাই না কিন্তু

ভুলগুলোর জন্য মাশুল দিতে চাই।

রক্তও ঝরেছে, অশ্রুও ঝরেছে।

কষ্টও হয়েছে, ভালোও লেগেছে।

আলোর তির বুক বিদ্ধ করেছে,

সিদ্ধ হয়নি মনস্কাম।

অন্ধকারের কিরিচ পিঠ দিয়ে ঢুকে

বুক ফুঁড়ে বের হয়েছে,

আমি আর্তনাদ করিনি।

 

আমি বুকে ভর দিয়ে বেঁচেই থেকেছি।

 

হাত-পা-চোখ বেঁধে

আমাকে যখন ছুড়ে ফেলা হলো

শ্বাপদসংকুল অন্ধকার জঙ্গলে

আমি চাইনি এ-জীবনে অন্য কোনো সুষমা।

 

আমি দেখেছি,

চোখে একফোঁটা জল অবশিষ্ট ছিল না, কিন্তু

রক্ত তখনো লবণাক্ত, উষ্ণ ও প্রবহমান।

 

জীবন বদলের ডাকে

লাল গালিচার পেলবতায়,

উষ্ণীষের ঔজ্জ্বল্যে

শরীরের একটি রোমও হেলে পড়েনি। কেননা –

 

আমি এ-জীবনটাকে শেষ অবধি উলটেপালটে দেখতে চাই।