মানুষ তুমি

মাহবুব বারী

 

সংসারে আর একটি সংসার কেন পেতেছে

এ কি তবে শুধু খেলা? সংসারে আর সংসারে

এ-খেলাতে কোন বেলাতে কখন কোথায় থাকো যে

মানুষ তুমি

কেমন করে পার হও তুমি আবার আসো ফিরে

দিনে-রাতে আসা-যাওয়ার পথে, কত শত মতে

সঙ্গী পাবে কাকে, বন্ধু হবে কারা, গুরু হবে কে যে

মানুষ তুমি

পথের মতো যেতে যেতে দেখবে কত রঙ্গ তুমি

দেখবে তুমি লীলার খেলা, মন হারিয়ে ধুলায়

লুটায়, ধরতে গেলে সে কি, উড়ে পালায় যে

মানুষ তুমি

তোমার সঙ্গী তোমার মধ্যে, মনে আছে শত্রুমিত্র

যুদ্ধ হবে ক্ষণে ক্ষণে শুদ্ধ হবে মনের টানে

তখন তুমি প্রভুর দেখা কোথায় গেলে পাবে যে

মানুষ তুমি