মৃত্যুই অনিবার্য সত্য

শাহাজাদা বসুনিয়া

 

বুড়িয়ে যাওয়া যদি নিশ্চিত সত্য হয়,

তাহলে তোমার পাকা কেশ ছিল অনিবার্য সত্য।

তোমার রূপ ছিল ফুলেল চন্দন আগর,

বিচিত্র বেণী ছিল অপূর্ব শোভিত,

আসমুদ্র মুকুলিত কেশসম্ভারে তুমি

ছিলে দীর্ঘ কেশী কৃশাঙ্গী

আপাদ লম্বিত কেশের শোভায়

তোমার বিনোদীয় বেণী ছিল আখ্যানকাব্য।

নির্মল শ্যামল অঙ্গচরণে প্রণয় সম্ভারসম

তোমার কেশ যেন বাহুতে ঘন ফুলফলা

বেইলি বাহার, তোমার রূপৈশ্বর্যের

প্রণয়োপাখ্যানে প্রেম সত্য, আর সব অনিত্য

ভাসলো ভেলা প্রৌঢ়ত্বে, অনিবার্য সত্য

ছিল পাকা চুল আর বুড়িয়ে যাওয়ার

মধ্য দিয়ে দণ্ডায়মান দগ্ধ কদমবৃক্ষ

উচ্ছ্বসিত স্বগতোক্তি ব্যথা-বিধুর ক্ষণে

তোমার বাহারি কেশ, চুল ঝরেপড়া

আর বক-রঙের কেশ মানেই তো মৃত্যু অনিবার্য সত্য।