হাজার বছর (প্রিয়জন, সৈয়দ মনজুরুল ইসলাম)

মাকিদ হায়দার

 

ইচ্ছে করে হাজার বছর বেঁচে থাকি।

 

ইচ্ছেটুকু পূরণ হলে

লিখব না আর পত্র-চিঠি

তাহার বাড়ির

ভুল ঠিকানায়

 

মাঝে মাঝে ইচ্ছে করে মেঘের সাথে ভেসে বেড়াই,

সময় পেলে রাখব ঢেকে

দহন আমার, তাহার বাড়ির

শিউলিতলায়।

 

পরশু রাতে ঠিক করেছি পুড়ব না আর জোছনা-রোদে,

ইচ্ছে তবু জেগে থাকে

একটি মুখ দেখার ছলে।

 

ইচ্ছেটাকে শাসিয়ে ছিলেম তপ্তরোদে

 

এখন থেকে থাকবি একা

তাকাসনে আর পেছন ফিরে আমার দিকে

 

ভয়ে ভয়ে গিয়েছিলেম রাধানগর,

শখের বসে হাত দেখাতে,

জানতে গিয়ে জেনে এলাম

আর হবে না তাহার সাথে

তোমার দেখা শিউলিতলা

নিত্যনতুন।

 

গণকঠাকুর আর বলেনি পরেরটুকু,

 

শিউলিতলা আর থেকো না আমার আশায়

ইচ্ছেটাকে

বলা আছে

আর হবে না স্বপ্ন দিয়ে মালা গাঁথা

 

তবু আমার ইচ্ছে করে

একটি, দুটি, তিনটি ব্যথা,

থাকুক ওরা আমার সাথে।

হাজার বছর।