নীল অভিমান

(প্রীতিভাজন কবি মোশাররফ হোসেন ভূঞা)

মাকিদ হায়দার

 

উজানে যাচ্ছি, যাচ্ছি উজানে

রোদ যাচ্ছে, যাচ্ছে মেঘ,

তার সাথে আমি যাচ্ছি।

 

যতদূর যাবো, যাবে নদী বলেছে আমাকে

 

যাচ্ছি উজানে, উজানে যাচ্ছি,

ফেরাবো না মন,

হোক ললনার

হোক ছলনার।

কারো দিকে ফেরাবো না চোখ,

যে আছে অতীতে

সে থাক অতীতে

আছে হৃদয়ে, থাক হৃদয়ে

কেন জেগে থাকে

জানা নাই উজানের

 

যত কথা তার আছে মনের দেরাজে

লুকিয়ে রেখেছে আমাকে বলার ভয়ে

 

 

 

পাছে যদি বলি যাই চলো

অতীত ভাটিতে

জানে না তো,

সে যাবে না

অতীতের ঘরে,

 

বলবে না কথা, কথা বলবে না,

খুলবে না মনের দেরাজ, যাবে

ভাটির দুহাত ধরে

 

থাকত সে জলের ভূমিতে,

থাকুক সে হাজার বছর।

বলেছি বিনয়ে, যাই চলো

চলো যাই নদীর উজানে

 

বুঝেছে কথা, বলেনি কথা, গিয়েছে ভাটিতে

মান অভিমান

জ্বালিয়ে দুচোখ।

 

শত ক্রোধে, শত শোকে

বলেনি আমাকে

একবার নিয়ে চলো

তোমার উজানে।