সপ্তম আশ্চর্য হিসেবে সুন্দরবনকে ভোট না করা

শামসুল আরেফিন

তোমার দৌড়ে পালানোর দৃশ্য

হরিণের বিচলিত চাহনির কথা আমাকে মনে করিয়ে দেয়

শিকারির তাক করা বন্দুকের গুলি

কিংবা রয়েল বেঙ্গল টাইগারের সন্তর্পণে ঝাঁপিয়ে পড়ার

          যৌথ আক্রমণের ভয়

          এসব কিছুই তোমার দরখাস্তে সংযুক্ত ছিল না

প্রতিদ্বন্দ্বীহীন তুমি

তোমার কোনো প্রতিযোগিতার উল্লেখ হাদিস শরিফে নেই

তোমার নিরন্তর পালানোর দৌড় আমাকে মর্মাহত করে

এভাবে অন্তর্হিত হওয়ার সকল দরোজা উন্মুক্ত হয়ে যায়

পেছনপথে পালাতে গিয়ে একদিন

রাজা লক্ষ্মণ সেন যদিও ইতিহাসের খোরাক হয়েছিলেন

আমার চোখ থেকে পালিয়ে তুমি

দেয়ালে টানানো ছবির ফ্রেমে টুপ করে বসে পড়ো

সোফার হাতলে লুকিয়ে তুমি আড়চোখে বিতন্ডা

                                    করো পর্যবেক্ষণ

আমি না বোঝার ভান করে

চায়ের পেয়ালায় চুমুক দিয়ে গিলে খাই অদৃশ্য সব পথ

আমার চুলে বিলি কেটে কেটে তুমি গুডবাই

                        বিদায় সম্ভাষণ জানাও

দাঙ্গার কবলে পতিত তুমি

মনের ভিতরে ঢুকে খটাস করে খিল এঁটে দাও

বাইফোকাল চশমায় বিম্বিত হতে থাকে তোমার সহজাত

                            যোগ-বিয়োগের নাটক