বিস্তীর্ণ এলিজি

হাফিজ রশিদ খান

 

উপনিবেশকালের ছুরিটা এখনো আছে ঝকঝকে

পুবের জানলা দিয়ে আলো এলো বলে

ভোরের সুবাদে ঝকঝকে ওটাকে হাতে তুলি

 

ডাঁসা-ডাঁসা পেয়ারাগুলো টুকরো-টুকরো

বালক-বালিকাদের মুখে গুঁড়ো হতে থাকে

বয়েসিরা হাতের থেকে হাতে-হাতে

অদল-বদল করে ছুরিটার মধ্যে খুঁজে ফেরে

একটা গভীর স্টেনলেস স্টিলের সিলমোহর :

কুইন ভিক্টোরিয়া কিংবা পিআইএ পারাবত

 

আমি হাতের দারুণ উষ্ণতায় মুছে ফেলে উপনিবেশের দাগ

নতুন কালের মোহর খোদাই করি ওতে দিনে-দিনে

 

সবুজের পটভূমে বাংলাদেশের লাল বিসত্মীর্ণ এলিজি …