শব্দগ্রহণ

মিজানুর রহমান বেলাল

 

চাঁদের চাদরে লেগে থাকা মগ্নতা – মনের দামে কেনা।

 

ভেবে দেখো – এখানেই লেগে আছে সুগন্ধি ছোটবেলা

কী করে বেচব বলো – দাদিমার চিকন শব্দের গল্পগাথা!

 

দুধমাখা ভাত আর মায়ের মুখের ডাক – আহা কী মধুর

রত্নের দামে যাবে না কেনা; ভারি হয় চোখের পাতা।

 

বাবার রেখে যাওয়া রোদের রুমাল আর চশমার ফ্রেম

শালকাঠের শোকেসে যত্নে রেখেছি, বাড়ে স্মৃতি আবেদ

চাই না হীরের হারিকেন – গ্রহবাড়ির বাসন-কোসন;

ভালো থাকার নামে পাগলা ঘোড়ার মতোন –

লাফিয়ে ওঠা লকলকে সাধনাসকল …

 

চাই শুধু – চাঁদের গায়ে লেগে থাকা মগ্নতার বুনন

আর হিমালয়ের মতোন হিম – বাবার মুখের শব্দগ্রহণ