ফাগুন সমীরণে

আগামী ১২ থেকে ১৬ ফেব্রুয়ারি ২০১৯ বেঙ্গল বইয়ে অনুষ্ঠিত হচ্ছে বসন্ত উৎসব – ফাগুন সমীরণে।
পাঁচ দিনব্যাপী এই উৎসবে থাকবে সাহিত্য-আলোচনা, বই ও গানের অ্যালবাম প্রকাশনা এবং গানের আসর।

অনুষ্ঠানে আপনাকে সবান্ধব সাদর আমন্ত্রণ।

– বেঙ্গল ফাউন্ডেশন

প্রথম দিন

মঙ্গলবার, ১২ ফেব্রুয়ারি ২০১৯
বিকেল ৪.৩০টা

বই প্রকাশ ও আলোচনা : আলাপে বিস্তারে
রফিকুন নবী-রচিত স্মৃতির পথরেখায় গ্রন্থের প্রকাশনা
অনুষ্ঠানে আলোচনা করবেন মতিউর রহমান, সম্পাদক প্রথম আলো,
শিল্পী নিসার হোসেন ও শিল্প-সমালোচক মইনুদ্দীন খালেদ
গ্রন্থটির প্রকাশক বেঙ্গল পাবলিকেশন্স

সন্ধ্যা ৬.৩০টা

গানের আসর
গান পাগল

দ্বিতীয় দিন

বুধবার, ১৩ ফেব্রুয়ারি ২০১৯
সন্ধ্যা ৬.৩০টা

অ্যালবাম প্রকাশ ও গানের আসর
শিল্পী রথীন্দ্রনাথ রায়ের কণ্ঠে ধারণ করা ধরলা নদীর পারে
অ্যালবামের মোড়ক উন্মোচন করবেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী

তৃতীয় দিন

বৃহস্পতিবার, ১৪ ফেব্রুয়ারি ২০১৯
সন্ধ্যা ৬.৩০টা

গানের আসর : জলের গান

চতুর্থ দিন

শুক্রবার, ১৫ ফেব্রুয়ারি ২০১৯
বিকেল ৪.৩০টা

বই প্রকাশ ও আলোচনা : আলাপে বিস্তারে সাদত হাসান মান্টোর কালো সীমানা
(উর্দু থেকে ভাষান্তর : জাভেদ হুসেন), প্রথমা প্রকাশন এবং বিশ্বজিৎ ঘোষ-লিখিত অতুলপ্রসাদ সেন,
বেঙ্গল পাবলিকেশন্স, গ্রন্থের উপর আলোচনা করবেন প্রাবন্ধিক সুব্রত বড়ূয়া ও সংগীতশিল্পী আজিজুর রহমান তুহিন

সন্ধ্যা ৬.৩০টা

গানের আসর
অতুলপ্রসাদের গান : সুরের ধারা

পঞ্চম দিন

শনিবার, ১৬ ফেব্রুয়ারি ২০১৯
সন্ধ্যা ৬.৩০টা

নৃত্য, খেয়াল ও যন্ত্রসংগীত
ভাবনার নৃত্য
বেঙ্গল পরম্পরা সংগীতালয়ের ‘ফাগুন বৈঠক’