এতো ঐশ্বর্য কেন

বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর

 

তোমার দুই স্তনের সীমামেত্ম এতো ঐশ্বর্য কেন

আমি দেখি আর ভাবি

বিধাতা এতো ঐশ্বর্য কেন দিয়েছেন,

 

এক সময় ভাবতাম আঠারো হচ্ছে মহাকাব্য

এখন নববুইতে পৌঁছে ভাবি

মহাকাব্য কোনো কাজে লাগে না,

 

আমি যত মহাকাব্যের কথা ভাবি

নিজেকে ঘৃণা করি

আমি ভাষা ভুলে যাচ্ছি শব্দ ভুলে যাচ্ছি

দুই স্তনের সীমান্ত ভুলে যাচ্ছি

 

তোমার চারপাশে তারকাঁটার বেড়া

আমি নিরাপদ নই

 

আমার থাকবার জায়গা হচ্ছে কবরের মাটি,

 

এই হচ্ছে শেষ ঐশ্বর্য।