শুকনো পাতার ছবি-২৮

সৌভিক রেজা

 

তার কাছে কিছু ঋণ রয়ে গ্যালো; যেখানে নদী

সেখানেই কুয়াশা; যেখানে ভিড় সেখানেই মলিন

আচ্ছাদন; কোনো-একজন খলিফা এসে ঢেকে

দেন রাতের আকাশ; আমাদের ঋণগুলো তারায়-তারায়

ভেসে যায়। মেঘ হয়ে ওঠে কোমল

গান; তার সমাপ্তির রেশ আর শেষ হয় না; তাকিয়ে

থাকি পূর্বাচলের দিকে; কান্নাহাসির লুকোনো কথা

কেউ যদি জানে তো জানুক