দুপুরে দেবারতি

পিয়াস মজিদ

 

সকালটা শুভ্র শঙ্খ ঘোষ,

দুপুরটা রোদে পুড়ে

তামা হওয়া কলকাতা।

ঝিম মেরে বসে থাকা

প্রয়াত কালিদাস রায়ের স্মৃতিমেখলা

যাবতীয় স্মৃতির প্রতিবেশী

কবি দেবারতি;

মুখোমুখি গৌতম ম-ল আর আমি।

দেবারতি বসে আছেন

হাতের আমন্ত্র¿ণপত্রে ঘুমন্ত মণীন্দ্র,

অক্ষয় মালবেরি থেকে

আসন্ন সব স্মরণসভার রক্তমাংস

ঝরে পড়ছে

ঝরে ঝরে নহর বয়ে চলে

মুজবৎ পাহাড়ের শোক-হাওয়াতে

দেবারতির চোখের জল শুকিয়ে

স্তব্ধ ডাঙা হয়ে থাকে,

সে-ডাঙায়

পাঠক যুবকের স্নান সারা হয়।