নবাবিপনা

বিশ্বজিৎ মণ্ডল

 

এক

যাও, আজ থেকে আমি অবাধ্য সিরাজ –

 

অসংযত পর্যটনে নেমে আমি আসন্তাবলে

থইথই শহরজুড়ে উড়ছে, কামানদাগার আর্তনাদ

ভুলে গেছি – নপুংসক, অন্ধ তীরন্দাজের দল

অস্ফুটে সাজিয়ে রেখেছি, রুগ্ণ খাতা, অতিথি ওয়ারড্রব

 

মীরমদন বাস টার্মিনালে জ্বলে ওঠে, তপ্ত দুপুর …

সিরাজপনা ছেড়ে সরে দাঁড়াই বিপ্রতীপে

চন্দ্রাহত হয়ে খুঁজতে থাকি, বাইজিমহল

নষ্ট গোলাপের নরক-গুলজার

 

দুই

ওই তো শুয়ে আছে – শান্ত জাহানকোষা

পরিতৃপ্ত শরীর ভেঙে আরো একবার গর্জে উঠুক –

নবাবি মসনদ