গন্তব্যের খোঁজে

আকাশ মামুন

ইন্টারস্টেটের উঁচু নিচু রোড ধরে
ব্যস্ত ছুটে চলে যে যার গন্তব্যের খোঁজে
যাদের গন্তব্য নেই জানা – তারাও ছোটে
সম্পর্কের টান ছেড়ে – বাঁধনহীন বাঁধনের টানে
দুধারে বিস্তীর্ণ সয়াবিন ক্ষেত মাথা নিচু করে আছে
অদূরে পাহাড়ের বুক জুড়ে গাছের সারি
পেঁজা মেঘ – মুখ ভার করা বালিকার মতো দূরপানে
বৈদ্যুতিক তারে ঝুলে আছে পাপড় রঙা মচমচে রোদ
জীবন এখানে ক্যাসিনো বোর্ডের মতো – নিয়ন্ত্রণহীন হলে
পেট্রোল কাস্টডিতে টিকেটের তোড়জোড় চলে
ঝুঁকি নিয়ে চলা প্রতিটি তরুণ মুখ জানে
শীত নামার আগে পৌঁছতে হবে স্বপ্নের গন্তব্যে