অদিতি, তুমিও সবার মতো

সোহেল বীর

অদিতি,
অন্য সবার মতো তুমিও
চাল ডাল নুনের খবর রাখো প্রতিনিয়ত।
আমার কবিতারা ছন্দহীন হয়ে পড়ে
দুর্বোধ্য হয়ে পড়ে কোমল শব্দরা
মাত্রাহীন দুর্বোধ্য কবিতা কেউ পড়তে চায় না

তোমার চোখেই তো কবিতারা ভেসে বেড়ায়
তোমাকে ভালোবেসে লীন হতে চেয়েছি
অথচ, তুমি বললে-
কবিতায় কি আর ক্ষুধা নিবারণ হয়!