শিরোনামহীন

জরিনা আখতার

আকাশের খ- খ- কালো মেঘ থোকা থোকা কালো আঙুরের মতো

ঝুলে আছে পৃথিবীর দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে –

কোথাও অন্ধকার নেই

ঝড়ো হাওয়ায় অশান্ত হয়ে উঠছে না গাছেদের হৃদয়,

ময়ূরের নেচে ওঠার কথা নয় –

তবু বেগুনি ময়ূরেরা নাচে গুপ্ত গুহার কালো ময়ূরের ডাকে,

বর্ষা নয় –

তবু কানের ঝুমকোর মতো কদম ফুলগুলো ঝুলে আছে ডালে ডালে;

এখন হেমন্তের বিকেল –

শেষ রোদ খেলা করছে ত্রিকোণ বারান্দার গ্রিলে,

গোধূলি নামলে কেউ যেন ফিরে আসবে ঘরে –

তারপর একদিন শুধুই শিরোনামহীন হয়ে যাবে

এইসব গল্প-কথা।