ছায়াসখা

(উৎসর্গ – স্বর্গত দ্বিজেন শর্মা)

আলোময় বিশ্বাস

 

যে-বৃক্ষ রেখেছিলে সুরের বিস্তারে

আকাশের ভাঁজে গোপনে, নীলে, সবুজে

শীতলে – সে এক পুরনো অরণ্য।

সে তো স্বপ্নবৃষ্টি হতে নেমে আসা প্রাণ

ফুলে ফলে সুশোভিত।

 

কথা বলে, এইসব প্রবাহিত সুষমা লতা

তারা জেগে থাকে সময়ের ধমনি তরলে

গান গায় নাচে।

 

তবু তো হেঁটে চলা থামায়েছো

হাতে নিয়ে ছায়াসুখ পিঁপড়ের উলুবনে

শুয়ে আছো অন্ধ অবেলায়

বুকে নিয়ে বৃক্ষক্ষরই অঙ্গ আগুন।

 

তুমি কি তাই চেয়েছিলে, দেখে নিতে আত্মীয়ের

পড়ে থাকা অনঙ্গ হিমের তরু ভালোবাসা?