একলা থাকার ফাঁসি

নেয়ামুল নাহিদ

গাছেরা রাত জেগে থাকে থাকুক, তাই বলে
খারাপ মন, কিংবা মন খারাপ হলে Ñ
যদিও নির্ঘুম থাকা যাবে অগণিত রাতে
তবু জেগে থাকা ভালো নয়, গাছেদের সাথে।

কারো মাথা উঁচু, কেউ তো আছে নুয়ে
আমার মতো একলা হলে কেউ কি থাকে শুয়ে?
অগুনতি পাতার খসখস, আমার কাছে ফিসফিস
কেউ কি জানে, হারানো এক রক্তজবার হদিস?

একলা থাকার গল্প বলে, কানখানি তাই শোনে
আমার চোখে কিসের আভাস, তাই কি ওরা গোনে?
একলা হয়েই একলা থাকি, মন পোড়ে না আর
সঙ্গ কি-বা সঙ্গী বলি, নেই কারো দরকার।

হঠাৎ করেই দলবলে সব, উচ্চে করে হাসি
জোরসে বলে Ñ আজ দিয়ে দাও ‘একলা থাকার ফাঁসি’।