বেহুলা বাংলা-২

তানভীর মোকাম্মেল

          আমরা ভালো নেই    বেহুলা

 শকুনক্রাস্তির এ-কালে    অদৃশ্য নাগপাশ এক

যুগশ্রান্ত আমাদের    দেহমন    করে ফেলছে গ্রাস

       চারিদিকে সবুজাভ বিষাক্ত নিশ্বাস

      যা কিছু অর্জন ছিল    মানব করোটির

 মারণশিষ্যেরা মনসার    কুরে কুরে করছে বিবশ

     গাঙুরের দু’পারে    বেড়েই চলেছে শুধু

             শরীর    ও চেতনার শব;

          প্রস্তুত হও বেহুলা

আবার ভাসাও তোমার     অলৌকিক জলযান

            চোখে নিয়ে অর্জুনের বাণ

        সব গোদা    আর নপুংসক দেবতায়

      হারিয়ে দাঁড়ের দৃঢ়তায়    হও অনির্বাণ

        নিঠুর স্বর্গ থেকে আনো আরেকবার

 মৃতপ্রায়    আমাদের বাঁচবার    সঞ্জীবনী প্রাণ।।