অলৌকিক পাখিকাব্য

মানুষের জীবন এখন অর্ধসমাপ্ত ভুল নামতা গুনতিতে ভুল হলে বৃষ্টি ও আগুনের তারতম্য মিলেমিশে একাকার। জীবন এক রহস্যময় অগ্নি এখন চোখের কার্নিশ বেয়ে গড়িয়ে পড়েছে প্রতিশ্রম্নতিহীন জল। অবশেষে তোমার সাথে আমার দেখা হবে তো? আমাদের না-দেখা-হওয়া দিনগুলিতে কী ভয়ানক আগুনের উল্লাস ছড়িয়ে পড়েছে শহরব্যাপী, তুমি বরাবর নিরাপদে থাকতে চাও, তুমিই আবার খুলে ফেলতে চাও রাজার মুখোশ! আমাদের জীবন এখন চুড়িহাট্টা থেকে লালবাগ থেকে বনানী থেকে গুলশান রক্তমুখী আগুনের স্রোতে ভেসে বেড়াচ্ছে! চিন্তা ও মননে এখন অসাম্যের গান কে কার জন্য অপেক্ষায় থাকে? জলের নিচে সাপের খেল, স্থলে আগুননৃত্য; তুমি কোনদিকে যাবে? ওঁৎ পেতে বসে আছে নগ্ন জাদুকর। চৌকাঠজুড়ে অলৌকিক পাখিকাব্য