রচনা

জগতে তোমাকে স্থাপন করিনি আগে
নিরুপায় হয়ে এখন করতে হলো
মনে যদি কোনো সংশয় জেগে ওঠে
আমাকে একটু ফিসফিস করে বোলো।

অতি সাবধানে চোখে রেখো দুটি চোখ
অক্লেশে রেখো হাতে নির্ভার হাত
এ-জীবন যদি মনঃপূত না হয়
কী কারণে তবে দিনভর যাতায়াত!

কী কারণে এত দিগমেত্ম ছোটাছুটি
বনের আড়ালে এতসব জলাশয়
ফাঁকা ঘরবাড়ি রচনায় সম্মত –
আয়োজনটুকু শুনেছিলে নিশ্চয়!

রৌদ্রছায়ায় তোমাকে লিখিনি আগে
আজ সেই দিন, সাজাতে বসেছি কথা
শরীরে এবার অবর্ণনীয় প্রাণ –
ছটফট করে জন্মের আকুলতা!