অবশিষ্ট রং

সরকার মাসুদ

অবশিষ্ট রংটুকু ঝরে গেল পানি-তিরতির খালে

অবশিষ্ট ভালোবাসা পড়ে গেছে

                             গাছপাতার আড়ালে

আমি কী নিয়ে বাঁচবো সকালে সন্ধ্যায়?

প্রত্যাখ্যানভরা মস্নান রজনীগন্ধায়

বিষাক্ত চাঁদের গুঁড়ো

ফুলবাগানের হাসি আছে মাথায়

মনে আছে ময়ূর নকশিকাঁথায়

কিন্তু মন আমার ফাটা, উড়ো উড়ো!

চিরবসমেত্মর ভেতর দিয়ে যেতে চাই

বকুল ফুলের চাকার ছিদ্রপথে যেতে চাই

                            অমর অজর শুভদেশে

যেখানে সুগন্ধী হাওয়া এসে

মুছে দিয়ে যাবে বুকের অসুখ

যেখানে গানের শব্দে ফুল হয়ে ফোটে কুঁড়ি

যেখানে স্বপ্নের টানে গোবরেও আশাফুল জন্মায় সাদা সাদা কবুতর রুগ্ণ গালে চুমু দিয়ে যায়।