সমান্তরাল

আফরোজা সোমা

তমিজ উদ্‌দীন লোদী

নিসর্গ-আশ্রিত চিত্রকল্পে বুঁদ হয়ে আছো

যেন টেম্পেরার বর্ণচূর্ণ

মৃত্তিকাস্পর্শ করে আছে।

নিসর্গরূপের ভেতর কত কত মুখ

দেহজ ও বিমূর্ত

যেন সাদা ফুল ঝরছে লাল ক্যানভাসের ওপর।

মানুষ পাখি উড়ছে পরিযায়ী তুলোর মতো

উড়ছে মানুষের মোহ, মানুষের প্রবাহ

ব্যর্থতা ও ভাঙনে নিসর্গমানুষ সারিবদ্ধ বৃক্ষের মতো সমান্তরাল।