ফণীজ্বর

সাবেরা তাবাসসুম

রাত দুর্মর
ফণী আছড়ে পড়ে উপকূলে
হিহি ঠান্ডা লতা-পাতা কাঁথা
কুঁকড়ে আছে সমূহ তস্কর
শীতল সেখানে
অন্ধকার সেখানে সম্ভব
অসম্ভব প্রাণ-সমাদর
যেন শেষ নূহের প্লাবন
যেন এই বেঁচে থাকা
অহেতুক অতিরঞ্জন
তোমার প্রশ্ন নেই –
মাথার উপরে ছাদ
আমার প্রশ্ন নেই –
নগর জ্বেলেছে আলো
তুমি আজ শয্যাকাতর
সভাশেষে আমি থরথর
পৃথিবী ডুবলো কতবার
পৃথিবী নিভলো কত রাত
আমাদের তেতে যাচ্ছে জ্বর।