ক্যাসান্দ্রা

তানভীর মোকাম্মেল

কবি যেন অভিশপ্ত কন্যা ক্যাসান্দ্রা
বলে চলে সূর্যজাত সত্য যতদিন শ্বাস
আমোদগেড়ে নগরবাসী সেসবে রাখে না বিশ্বাস

অথচ কত অনুক্ত কালবেলা
বলেনি কী ডেলফি সেইসব অমোঘ সত্য কথা;

সময় গড়িয়ে যায় মুক্তা সময় হারিয়ে যায়
নষ্টগ্রহ মানুষ তবু তৃপ্তিহীন রয়
এক যুদ্ধের পরে থাকে
আরেক যুদ্ধের অপেক্ষায়

আর প্রাচীন কবির পা-ুলিপি শুধু ধূসর থেকে ধূসরতর হয়;

আমি তো দেখিনি কোনো নগ্ন এথেনা
কবির আজন্ম এষণা
মৃন্ময়ে পাবে সে চিন্ময়ের অপরূপতা
তবু কেন এই কালগ্রস্ত অভিশাপ উলটপুরাণ
কেন দেখতে হয় এই অবিশ্বাস্য ইউটার্ন
সশরীরে স্বজাতির এই অনিকেত পাতালগমন
কৃষ্ণগহ্বরের কুহকে কেন ঘটে এমন অকাল সূর্যপতন ॥