বঙ্গবন্ধু জন্মশতবর্ষ শ্রদ্ধাঞ্জলি সংখ্যা মোড়ক উন্মোচন

বিকেল ৫টা রবিবার ৯ ফেব্রুয়ারি ২০২০
বেঙ্গল বই বাড়ি ১/৩ ব্লক ডি লালমাটিয়া ঢাকা ১২০৯
সাহিত্য শিল্প ও সংস্কৃতি বিষয়ক মাসিক পত্রিকা কালি ও কলম জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে বৃহৎ কলেবরের একটি সংখ্যা (মাঘ ১৪২৬) প্রকাশ করেছে।
আমরা কালি ও কলমের এ-সংখ্যায় ৩১টি প্রবন্ধ ও একগুচ্ছ কবিতায় তাঁর বহুমুখী রাজনৈতিক কর্মধারা, বাঙালিত্বের সাধনা, অসাম্প্রদায়িক বোধ প্রসারে অঙ্গীকার, শোষণমুক্ত বাংলাদেশ গঠনের স্বপ্ন, মানবিকতা এবং নবগঠিত রাষ্ট্রের সাধারণ মানুষের কল্যাণ ও ন্যায়ভিত্তিক সমাজনির্মাণের জন্য যে-দিকনির্দেশনা তিনি দিয়েছিলেন সে-সম্পর্কে আলোচনায় প্রয়াসী হয়েছি।
সংখ্যাটির প্রকাশনা উপলক্ষে ও বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধাজ্ঞাপনের উদ্দেশ্যে আমরা একটি অনুষ্ঠানের আয়োজন করেছি। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিশিষ্ট কথাসাহিত্যিক সেলিনা হোসেন। বক্তব্য রাখবেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক বিশ্বজিৎ ঘোষ এবং বিশিষ্ট কবি ও প্রাবন্ধিক আবুল মোমেন।
অনুষ্ঠানে আপনি আমন্ত্রিত।

আবুল হাসনাত
সম্পাদক
কালি ও কলম