বরফ গলে গলে জল

প্রতিসরণে তীর্যক হয়ে আছে ডিসেম্বরের রোদ
ন্যাড়া শাখায় বসে আছে পালকহীন পাখিরা
শীত নেমেছে দৈত্যের মতো

লজ্জাবতী লতার ধরনে গুটিয়ে আছে দিন
পরগাছা গাছগুলোতেও শেকড়
চারিয়ে গেছে হাওয়া থেকে জলে এবং মাটিতে

বরফ গলে গলে জল। ঠান্ডা ও নিস্পৃহ ।
পানি ভেঙে অমø­জান, হাইড্রোজেন উদ্বাহু
জ্বলে প্রতিবেশ, অরন্তুদ ঘরদোর, গৃহ ।