পছন্দের কেউ নেই

ওখানে লোকের জমায়েত বেড়ে যাচ্ছে
ওখানে ও-মাঠে এত লোক!
ওখানে আমার পছন্দের কেউ নেই
সেখানে আমিও যাইনি!

আমাদের চেনা অনেকে সেখানে –
তারা কখনো আমার পছন্দের নয়,
তারা কখনো ভোরের বেলায় হাঁটার লোক নয়
দু-পায়ে শিশির ভিজিয়ে হাঁটবে তেমন লোকও নেই!
এমন কি একটা গাভীকে রাস্তা পার করে নিয়ে
ঘাসমাঠে ছেড়ে দেবে,
তেমন কারো ইচ্ছে নেই!

ওখানে বনরক্ষাকারী কেউ নেই
গাছপোঁতার কেউ নেই
বীজ বপনকারীও কেউ নেই,
শস্যরক্ষক চলে গিয়েছে – গোলায় রক্ষিত ধান চুরি করে!

ওখানে শুধুই ভিড়!
ভিড়ও খারাপ নয়,
যদি এমন হতো যে, সেখানে সে-মাঠে –
সকলে দাঁড়াচ্ছে একসাথে
প্রতিকূলতা দূরে ঠেলে দিয়ে দেশের কল্যাণ প্রবহমান রাখবে!

না, ওখানে দাঁড়াচ্ছে একদল লোভী মানুষ
যারা অপেক্ষায় থাকে –
কখন চুঁইয়ে চুঁইয়ে পড়বে চালতা গাছের কা- থেকে
মৌচাকের মধু!