যেহেতু তিনি খুব বড় ধরনের মানুষও ছিলেন

যেহেতু তিনি খুব বড় ধরনের মানুষও ছিলেন
তাই ছোটরা খুব সহজেই তাঁকে আপাত শেষ করে দিল হয়তো কিন্তু তাতে
নিজেরাই খুব ছোট জাতের জীবে পরিণত হয়ে গেল

যেহেতু তিনি সাধারণ আমজনতার একজন অতি ঘনিষ্ঠ বন্ধু ছিলেন
তাই তার বন্ধুত্বের অমূল্য মূল্যটি তারা কিছুতেই বুঝতে না পেরে
অতি নীচু থেকেও আরও নীচু স্তরে নেমে গেল দ্রুতগতিতে।

যেহেতু তিনি হিমালয়ের চেয়েও উঁচু ছিলেন
তাই দুর্বৃত্তরা কিছুতেই তাঁর নাগাল না পেয়ে
তারা পিঁপড়ের ঢিবির চেয়েও অতি খাটো রয়ে গেল

যেহেতু তিনি সাগরের চেয়েও অতি বিশাল আর গভীর ছিলেন
তাই তারা একটা পায়ের গোড়ালি-ডোবা জলাভূমিও খুঁজে না পেয়ে
জল পিপাসায় ডুবে যেতে থাকল একে একে

যেহেতু তিনি নীল আকাশের চেয়েও উদার ও অসীম ছিলেন
তাই তারা তাঁকে স্পর্শ করা তো দূরের কথা
তাঁর দিকে পলকহীন এক দৃষ্টিতে চেয়ে চেয়েই জীবনপাত করে দিল

সেই জন্যে বলা হয়ে থাকে যে বড় স্তরের কোনো মানুষ
সাধারণের কোনো ঘনিষ্ঠজন কোনো হিমালয় কোনো সাগর কিংবা
নীল আকাশের বিরুদ্ধে কোনো অনিষ্টকর উদ্দেশ্য নিয়ে দাঁড়াতেই নেই
এরপরেও যদি কেউ কোন বিজাতীয় কায়েমী স্বার্থের অপকারণে
কোনোভাবে দাঁড়ানোর লোভে পড়ে যায় তাহলে অতিসত্বর
তার সমূহ বিনষ্টি আর পূর্ণ উৎখাত ঘটতে বাধ্য
কেমন করে তা ঘটে কেন ঘটে তা তারা শত চেষ্টা করেও জানবে না

শেষ পর্যন্ত দেখা যায় এত সব বৈরী আর বিরুদ্ধতার মধ্যে চিরকালের নিরিখে
তিনি শিরদাঁড়া ঋজু করে দাঁড়িয়ে আছেন সব কিছুকে ছাড়িয়ে
দুর্জনেরা কিছুতেই তাঁকে এত ষড়যন্ত্র করেও ঠেকাতে পারছে না

মানুষটি অবলীলায় দিন দিন দীর্ঘ থেকে দীর্ঘতর হয়ে যাচ্ছেন।

পুনর্মুদ্রণ : দুই বাংলার কবিতায় বঙ্গবন্ধু
সম্পাদক-আহমেদ সুবীর
শিশুসাহিত্য কেন্দ্র, ২০১৬