দীপ্র বাতিঘর তুমি

পতাকায় মিশে গেছে পবিত্র রক্তের ধারা
এই দায় মোচনের পূর্ণতা অর্জন করা সম্ভবপর নয়,
লাল সূর্য সে-কারণে এত গাঢ় উচ্চকিত লাল
ফেনিল সাগরে আছে দেশচেতনার ঢেউ আবেগে উত্তাল
পলিমাটি জনপদ ভোর নদী মাঝি নাও হালট লাঙল
দোয়েলের মগ্ন শিস, শাপলার উচ্ছ্বসিত ফোটা
স্বপ্নে ও প্রত্যয়ে ঋজু সবকিছু হতে পারলো কীভাবে কেমন,
অঙ্গীকারে স্বপ্নে ও সংগ্রামে কোনো বিচ্যুতি ছিল না।
পর্বতপ্রতিম ত্যাগে মহামূল্য স্বাধীনতা এনে দিলে তুমি।
নিজের জীবন দিয়ে স্বাধীনতা সংহতও করে গেছো তুমি।

একটি পতাকা পেতে এত যুদ্ধ প্রয়োজন হয়?
স্বাধীন স্বদেশতীর্থে নিজেরই বুকের রক্ত ঢেলে দিতে হয়?
কৃতজ্ঞতা জন্মঋণ কোনোদিনই শোধবার নয়।
ঋণী ও কাঙাল এই কোটি কোটি বাঙালির প্রগতিযুদ্ধের
শেষ নাই কোনোদিনই, যুদ্ধ ছাড়া জীবন সম্পূর্ণ নয় কস্মিনকালেও
তোমার আদর্শপথে মুক্তিমন্ত্রে উজ্জীবনী প্রেরণাবিন্দুতে
আছো দীপ্র বাতিঘর, সে-কারণে নৈরাশারও লেশমাত্র নাই।