হঠাৎ বৃষ্টি

ইকবাল হাসান
রাতগুলো সব চমকে ওঠে বজ্র ও বিদ্যুতে
দিনগুলোতে তুমুল কোলাহল
শব্দদূষণ, রক্তশোষণ চলছে নিরন্তর
আজ অবধি বৃক্ষ কোনো দিলো না আশ্রয়
যে প্রশ্রয়ে ক্ষণিককাল জিরিয়ে নেয়া যায়

হঠাৎ করে বৃষ্টি এসে ভিজিয়ে দিলো মাটি
ধুলো ঝেড়ে খাঁটি হ’ল ছাদবাগানের টব
উঠলো জেগে স্মৃতির কণা, চিন্তা-অনুভব।