কন্যাটি আঁচড়ায় চুল

শামসুল ফয়েজ

আমার কন্যাটি আঁচড়ায় লম্বা চুল;
তার চুলের গোছায় ঢাকা পড়ে তার দু-কানের দুল।
কে যেন আমার কন্যার মাথার ওপরে লাগিয়ে দিয়েছে
আমার মায়ের দিঘল কেশ।
যা দেখে একসময় স্বপ্না ফুপু বলত
‘কী দারুণ, চমৎকার – বেশ’
কন্যাটির সুশ্রী অবয়বে
কে যেন বসিয়ে দিয়েছে হুবহু আমার মায়ের মুখ!!
তাকিয়ে তাকিয়ে দেখে নস্টালজিয়ায় উপচে পড়ে বুক।

কন্যাটি আঁচড়ায় তার লম্বা ঘন চুল;
বেণিটিতে সে বসাবে হলুদ ফিতার ফুল।
কন্যাটি যেনবা আমার মায়ের অবিকল ক্লোন।
মুগ্ধতার পদাবলি গায় উঠানের অভিভূত কোণ