বিষবৃষ্টি

সুহিতা সুলতানা

চারদিকে এতো বৃষ্টি বৃষ্টি টিনের চালে তা তা থই থই
মন ক্যামন করে; সিংহরাশির জাতিকা তুই বৃষ্টি ভালোবাসিস?
আয় বৃষ্টি প্রেম বৃষ্টি বিষ নামাতে পারিস? শরীরব্যাপী
ব্যাপক বৃষ্টি স্বপ্ন ভিজছে স্বপ্ন ডুবছে দেহের ভেতর শীতল হাওয়া
আগুন খাচ্ছো? প্রেমিক তুমি বিষ নামাতে পারো? ভালোবাসার
মধুবনে টলতে টলতে পড়বি কি পড় সাপের ঘাড়ে
সর্বনাশা নীল চুম্বন বিষে বিষে জর্জরিত এ-যে এক কৃষ্ণনাগ
সুরসন্ধ্যায় রাত্রি নামে এ কোন নাগর? শুধু বৃষ্টি খেয়ে বাঁচে?
হতচ্ছাড়ি কস্ কি তুই? বৃষ্টি ছাড়া মানুষ বাঁচে? সে যে কন্যারাশির
জাতক! মন বোঝে না প্রেম বোঝে না সম্ভোগে তার
পাতার সংসার। যেখানে রাত সেখানে কাত এই বুঝি সেই পুরুষমানুষ?

আরশিনগরে তার দেখা মিলে
শামসুল ফয়েজ

আরশিনগরে তার দেখা মিলে
দিলের দহলিজে।
ধ্যানমগ্নতায় নিস্তরঙ্গ নিরালায় তার রূপ ফোটে
বিরল মনসিজে।
কেউ কেউ তার সাক্ষাতের আকাক্সক্ষায়
মহাশূন্যযানে চড়ে তার খোঁজে
নক্ষত্রবিতানে।
কোনো অনুসন্ধানী সৌভাগ্যবান
তাকে পেতে পারে ঘুমের ভিতরে স্বপ্নের সিথানে
অরূপ পড়শির কাছে মিলে যাবে
সোনাদানাভরা গুপ্ত ভাণ্ডারের চাবি।
অকূল পাথার পাড়ি দিতে
অচিনপুরের ঘাটে তার বজরা নাও পাবি।