অস্তিত্ববাদ

রেজাউদ্দিন স্টালিন

স্বর্গ আর পৃথিবী মিলিত হয় ঝড়ের মাধ্যমে
সে প্রমত্ত মিলন ধ্বংস করে শতাব্দীর জ্যেষ্ঠ বৃক্ষদল
প্লাবিত হতে পারে মাইল মাইল শূন্যতা
জগতের উপসংহার

বজ্রপাত ঈশ্বরের সাবধান বাণী
সুমহান যোব যেমন শুনেছিলেন স্রষ্টার ভ্রূণের আওয়াজ
প্রতিটি পরিবর্তন খুলে দেয় জীবনের অলৌকিক স্বর
মৃত্যুর আগমুহূর্তে আমরা জানতে পারি
সত্যিকার অস্তিত্ব আমাদের
এবং তখনই জন্ম নেয় স্বর্গ ও নরক